অবশেষে ভারতীয় শিশু অধিকার রক্ষায় আন্দোলনকারী কৈলাশ সত্যার্থীর নোবেল পুরস্কারের প্রশংসাপত্র উদ্ধার করা হয়েছে।। পুলিশ সূত্রে খবর, দিল্লির সঙ্গমবিহার এলাকার জঙ্গল থেকে ওই শংসাপত্রটি উদ্ধার করা হয়। খবর সংবাদ প্রতিদিনের।
এর আগে, ফেব্রুয়ারি মাসের ৬ তারিখ দিল্লিতে সত্যার্থীর বাড়ি থেকে চুরি যায় নোবেল রেপ্লিকা ও প্রশংসাপত্রসহ বহু মূল্যবান জিনিসপত্র। তার কয়েকদিন পরই ওই ঘটনা জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তবে নোবেল রেপ্লিকা ও চুরি যাওয়া অন্যান্য সামগ্রী পাওয়া গেলেও, পাওয়া যায়নি প্রশংসাপত্রটির।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সঙ্গমবিহার এলাকার জঙ্গলে তল্লাশি চালিয়ে দুমড়ানো-মোচড়ানো অবস্থায় উদ্ধার করা হয় প্রশংসাপত্রটি। কাগজের টুকরো ভেবে অভিযুক্তরা প্রশংসাপত্রটি ফেলে দিয়েছিল। উল্লেখ্য, ২০১৪ সালে শান্তিতে পাকিস্তানের মালালা মালালা ইউসুফজাইয়ের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন সত্যার্থী।
বিডি-প্রতিদিন/১২ মার্চ, ২০১৭/মাহবুব