ভারতের উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে বিজেপির জয়ের ফলাফলের ছবিটা স্পষ্ট হতে টুইট করে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার জবাবে নরেন্দ্র মোদি লিখলেন, "ধন্যবাদ। গণতন্ত্র দীর্ঘজীবী হোক।"
গত কয়েক মাস ধরে ভোটযুদ্ধে নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধী একে অপরের সঙ্গে লড়েছেন। কিন্তু নির্বাচন শেষে শেষ হাসিটা হাসলেন মোদিই। তার কংগ্রেস-মুক্ত ভারতের স্বপ্নে জুড়ল আর একটি পালক। আর মোদির সেনাপতিরা বলতে শুরু করলেন, রাহুল ব্যর্থ।
রাহুলের নেতৃত্ব প্রশ্নের মুখে পড়ল বটে। কিন্তু চ্যালেঞ্জের মুখে নয়। তবে পাঁচ বছর আগে এই উত্তরপ্রদেশে বিধানসভায় কংগ্রেসের ভোট ছিল ১১.৬৩%। গত লোকসভায় তা কমে দাঁড়ায় ৭.৫০-এ। গত বিধানসভার ২৮টি আসন থেকে এখন সাতে এসে দাঁড়িয়েছে। সেই সঙ্গে ভোটের পরিমাণও কমে হয়েছে ৬.২ শতাংশ। কংগ্রেস নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, ‘‘উত্তরপ্রদেশে কংগ্রেসের অবক্ষয় তো হচ্ছিলই। রাহুল তা-ও এগিয়ে এসে হাল ধরেছেন।’’
কিন্তু কংগ্রেসের মধ্যেই এখন একটি অংশ আবার দাবি তুলছেন যে, সোনিয়া গান্ধী দলের পুরো দায়িত্ব রাহুলের উপর ছেড়ে দিলেও এখনই তাকে সভাপতি করা ভুল হবে।
সূত্রঃ আনন্দবাজার।
বিডি-প্রতিদিন/ ১২ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৬