ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলের নিকটস্থ বাদাউশ কারাগারে প্রায় ৫০০ জন মানুষের দেহাবশেষসহ একটি গণকবর পাওয়া গেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। চলতি সপ্তাহের শুরুর দিকে বাদাউশ কারাগারটি পুনরুদ্ধার করে ইরাকি বাহিনী।
অভিযোগ রয়েছে, আইএস ২০১৪ সালে মসুল দখল করার পর ছয় শতাধিক বন্দিকে হত্যা করেছে। এদের বেশিরভাগই শিয়া মুসলিম। এ ব্যাপারে শিয়া নেতৃত্বাধীন হাশদ আল-শাবি বাহিনী জানায়, মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর গণহত্যার শিকার ব্যক্তিরা বেসামরিক বন্দি ছিলেন।
গতকাল শনিবার আধাসামরিক বাহিনী হাশদ আল-শাবি বলেছে, বিশাল ওই গণকবরে প্রায় ৫০০ জন বেসামরিক বন্দির দেহাবশেষ পাওয়া গেছে। মসুল দখলে নেয়ার পর আইএস জঙ্গিরা তাদের হত্যা করে। গণকবর খুঁজে পাওয়ার কথা তাৎক্ষণিকভাবে যাচাই বাছাই করা সম্ভব হয়নি।
তবে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) ২০১৪ সালের প্রতিবেদন অনুযায়ী, আইএসের বন্দুকধারীরা সেসময় শত শত বন্দিকে হত্যা করেছে। এর আগে গতবছর নভেম্বরে জাতিসংঘ মসুলে গণকবর খুঁজে পাওয়ার কথা জানিয়েছিল।
মসুল শহর থেকে ১৫ কিলোমিটার দূরবর্তী বাদাউশ কারাগারটি থেকে বেঁচে ফেরা ব্যক্তিরা এইচআরডব্লিউ-কে জানান, ২০১৪ সালে বাদাউশ কারাগার দখলের পর আইএস জঙ্গিরা ১৫০০ বন্দিকে হাত-পা বেঁধে লরিতে করে মরুভূমির বিচ্ছিন্ন এলাকায় নিয়ে যায়।