ভারতের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে জয়লাভ করেছে। এদিকে কংগ্রেস পাঞ্জাবে জয় পেয়েছে।
এছাড়া গোয়া ও মনিপুর রাজ্যে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
রাজ্য দুটিতে কংগ্রেস বিজেপি’র চেয়ে এগিয়ে থাকলেও সরকার গঠনের জন্য তাদের অন্য দলের সাহায্য লাগবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর প্রদেশে নির্বাচনী প্রচারণা চালান। এখানে ৪০৩টি আসনের মধ্যে বিজেপি ৩১২টি আসন পেয়েছে।
প্রতিবেশী রাজ্য উত্তরাখণ্ডে ৭০টি আসনের মধ্যে বিজেপি ৫৬টি আসনে জয় পেয়েছে এবং একটিতে এগিয়ে আছে।
রাজ্যটিতে কংগ্রেস ৭টি আসনে এবং তাদের জোটের শরিকরা ৪৭টি আসনে জয় পেয়েছে।
বিডি প্রতিদিন/১২ মার্চ ২০১৭/এনায়েত করিম