সৌদি আরবে কুয়ায় পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দেশটির তায়েফ শহরের দক্ষিণের একটি এলাকায় শনিবার যুবকটি পাখি ধরার জন্য তার ভাইয়ের সঙ্গে কুয়ার ভিতর প্রবেশ করলে এ দুর্ঘটনা ঘটে। আজ রবিবার আল-হায়াত ডেইলি একথা জানিয়েছে।
যুবকটি কুয়ার ভেতরে পড়ে গেলে তার ভাই সিভিল ডিফেন্সকে খবর দেয়। সংস্থাটি ওই যুবককে কুয়া থেকে খুঁজে বের করতে একটি দল পাঠায়। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
তাইফের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের জেনারেল ডাইরেক্টরেটের মুখপাত্র কর্নেল নাসের আল-শরীফ বলেন, তায়েফের দক্ষিণে অবস্থিত আল জাবৌউব এলাকার একটি কুয়ায় ১৭ বছর বয়সী এক যুবক পড়ে যাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবেই সংস্থাটি সেখানে একটি উদ্ধারকারী দল পাঠায়। কুয়াটি ২০ মিটার দীর্ঘ ও এর ব্যাস পাঁচ মিটার।
শরীফ বলেন, ‘যুবক তার এক ভাইয়ের সঙ্গে পাখি ধরার জন্য কুয়ার মধ্যে ঢুকে। মই ব্যবহার না করায় তরুণটি কুয়ার ভিতরে পড়ে যায়।
বিডি প্রতিদিন/১২ মার্চ ২০১৭/এনায়েত করিম