বিরোধীদের ধরাশায়ী করে গতকালই উত্তরপ্রদেশ জয় করেছেন, আর একদিন পরই এবার নতুন ভারত তৈরির শপথ নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ট্যুইট করে প্রধানমন্ত্রী জানান, ‘এক নতুন ভারতের উদয় হচ্ছে। ১২৫ কোটি ভারতবাসীর শক্তি ও দক্ষতার ভিত্তিতে উঠে আসছে এই নতুন ভারত। এই ভারত উন্নয়নের পক্ষে দাঁড়ায়’।
পরের ট্যুইটেই তিনি আরও বলেন, ‘২০২২ সালে আমরা যখন স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপন করবো, তখন আমরা এমন একটা ভারত তৈরি করবো, যা গান্ধীজি, সর্দার বল্লভ ভাই প্যাটেল ও বাবাসাহেব ভিমরাও আম্বেদকরকে গর্বিত করবে’।
নরেন্দ্র মোদি অ্যাপের লিঙ্ক দিয়ে মোদির অনুরোধ, ‘এই এনএম মোবাইল অ্যাপে নতুন ভারত গঠনের শপথ নিন এবং নিজের অভিমত দিন’।
উল্লেখ্য গতকালই তিনশোর বেশি আসন পেয়ে উত্তরপ্রদেশে ক্ষমতায় আসে বিজেপি। পার্শ্ববর্তী উত্তরাখন্ডেও ৭০ টির মধ্যে ৫৬ আসনে জিতে সরকারে আসে তারা। কিন্তু দুই রাজ্যে এই বিপুল জয়ের পরও সেভাবে বিজয় উল্লাস করেনি প্রধানমন্ত্রী। বরং এক নতুন শপথ নিয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/১২ মার্চ, ২০১৭/মাহবুব