মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে অনুপ্রবেশকারী ব্যক্তিকে পাগল ও খুবই দুঃখী হিসেবে অভিহিত করে অনুপ্রবেশকারীকে আটক করার ক্ষেত্রে সিক্রেট সার্ভিসের ভূমিকার প্রশংসা করলেন। গত শুক্রবার রাতে ওই অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে দেশটির সিক্রেট সার্ভিস। পিঠে ব্যাগ নিয়ে ঐ অনুপ্রবেশকারী মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজ চত্বরে প্রবেশ করেছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন হোয়াইট হাউজেই ছিলেন।
অনুপ্রবেশকারীর বিরুদ্ধে সংরক্ষিত এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার ১০ বছরের কারাদণ্ড হতে পারে জানিয়েছেন মার্কিন অ্যাটর্নি দফতরের মুখপাত্র বিল মিলার।
এ ব্যাপারে ট্রাম্প সিক্রেট সার্ভিসকে ধন্যবাদ দিয়ে বলেন, সিক্রেট সার্ভিস দুর্দান্ত একটি কাজ করেছে। এ সময় অনুপ্রবেশকারীকে একজন 'পাগল' ও 'খুবই দুঃখী' মানুষ হিসেবে অভিহিত করেন তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার