মর্মান্তিক দুর্ঘটনায় শোকস্তব্ধ হাইতি। ঘটনাস্থল গোনাইভেস শহর। প্রথমে ভাবা হয়েছিল কোন জঙ্গি নাশকতা। ভিড়ের মধ্যে উন্মত্ত গাড়ি চালিয়ে দিয়েছে তারা। যেমনটা হয়েছিল ফ্রান্সে। পরে জানা যায়, এটা দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারানো একটি বাসের ধাক্কায় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে, নিহতদের বেশিরভাগই পথে গান করেন। সপ্তাহ শেষের ছুটির দিনে তাঁরা রাস্তায় ব্যান্ড বসিয়ে গান করছিলেন। এমন সময় নিয়ন্ত্রণ হারানো বাসটি তাদের পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে গুরুতর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও কয়েকজনের মৃত্যু হয়েছে। আহত কয়েকজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার কিছু পর উত্তেজিত জনতা বাসে আগুন ধরিয়ে দিতে জড় হয়। ভিতরে থাকা যাত্রীরা তাতে আরও আতঙ্কিত হয়ে পড়েন। কোন রকমে পরিস্থিতি আয়ত্তে এনেছে দেশটির পুলিশ। ঘটনার পর চালক ও যাত্রীদের উদ্ধার করা হয়েছে। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর সেভেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার