উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে মাত্র সাতটি আসন পেয়েছে ভারতের বিরোধী দল কংগ্রেস। এমন হারের পর দলে কাঠামোগত সংস্কারের ঘোষণা দিয়েছেন দলের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। তিনি জানান, দলের মধ্যে কাঠামোগত সংস্কার করা হবে।
নির্বাচনের ফল সম্পর্কে রাহুল বলেন, বিরোধী পক্ষে থাকলে, অনেক উত্থান-পতন দেখতে হয়। রাজনীতিতে এটা স্বাভাবিক। আমাদের ফল 'সামান্য' খারাপ হয়েছে। আমরা এই রায় মেনে নিচ্ছি।
শুধু রাহুলই নন, কংগ্রেসের প্রথম সারির আরেক নেতা সত্যব্রত চতুর্বেদীও দলে সংস্কারের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, দলে অনেক আগেই সংস্কারের প্রয়োজন ছিল। যদি এটা সময়মতো করা হতো তাহলে বিধানসভা নির্বাচনে এমন ভরাডুবি হতো না।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
বিডি প্রতিদিন/১৫ মার্চ, ২০১৭/ফারজানা