ভারতের সেরা বাসযোগ্য শহর নির্বাচিত হয়েছে হায়দরাবাদ। মার্কিন সংস্থা মার্সার্স কোয়ালিটি অব লিভিং ব়্যাঙ্কিং ২০১৭ এর নতুন সমীক্ষায় হায়দরাবাদ এখন গোটা বিশ্বের নিরিখে ১৩৯ তম সেরা বসবাস যোগ্য শহর।
মার্কিন সমীক্ষা বলছে, হায়দ্রাবাদে অপরাধের সংখ্যা কম। বায়ুদূষণের মাত্রাও অনেক কম। রাজনীতি-বিনোদন-শিক্ষার মানসহ ও মানুষের দৈনিক আয়ের উপর সমীক্ষা চালিয়ে হায়দরাবাদকে বেছে নেয়া হয়েছে।
মার্সার্স কোয়ালিটি অব লিভিংয়ের করা বাসযোগ্য শহরের তালিকায় ভারতের মুম্বাই এবং দিল্লি তালিকায় আছে যথাক্রমে ১৫৪ ও ১৬১ নম্বরে।
বিডি প্রতিদিন/১৬ মার্চ, ২০১৭/ফারজানা