মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরি 'কার্ল ভিশন' যৌথভাবে মহড়ার জন্য দক্ষিণ কোরিয়ার বন্দরে নোঙর করেছে। বিষয়টিকে সন্দেহের চোখে দেখছে উত্তর কোরিয়া। তাদের মতে, উত্তর কোরিয়ার ওপর চাপ সৃষ্টি করতেই এ সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা।
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন বলেছেন, তাদের সার্বভৌমত্ব বা মর্যাদা লঙ্ঘনের চেষ্টা হলে, আমেরিকাকে ছাড় দেবে না তারা। আঘাত আসলে একই সঙ্গে ভূমি, সমুদ্র ও আকাশ থেকে পাল্টা 'দয়হীন' আঘাত করা হবে।
সম্প্রতি দুই বার পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন পাশ্ববর্তী দেশ দক্ষিণ কোরিয়া। তাই যৌথ মহড়ার নামে উত্তর কোরিয়ার উপর পাল্টা চাপ বাড়াতেই দক্ষিণ কোরিয়ায় মার্কিন রণতরি এসেছে বলে ধারণা করা হচ্ছে ।
মার্কিন নৌবাহিনীর মুখপাত্র অবশ্য জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ মহড়ার বিষয়টি অনেক আগে থাকতেই ঠিক হয়েছিল। এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য নেই।
সূত্র : এই সময়
বিডি প্রতিদিন/১৬ মার্চ, ২০১৭/ফারজানা