ভারতে সংখ্যালঘুদের অবস্থান নিয়ে পাকিস্তানকে পাল্টা জবাব দিল ভারত। সম্প্রতি জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সংখ্যালঘুদের অবস্থান নিয়ে ভারতকে কটাক্ষ করে পাকিস্তান। তারই পাল্টা জবাবে পাকিস্তানকে জেনেভায় ‘বিশ্বে সন্ত্রাসবাদের কারখানা’ বলেছেন ভারতের প্রতিনিধি। পাকিস্তানে হিন্দু, খ্রীষ্টান, শিয়া ও অন্যান্য সংখ্যালঘুদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় বলেও জানান তিনি।
জাতিসংঘের কাছে তিনি জানান যে, ভারতে সংখ্যালঘুদের অবস্থান পাকিস্তানের সংখ্যালঘুদের থেকে অনেক ভালো। ভারতে সংখ্যালঘুদের মধ্যে অনেকেই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উচ্চপদস্থ সরকারি কর্মী, ক্যাবিনেট মন্ত্রী, ক্রিকেট দলের অধিনায়ক, বলিউডের সুপারস্টার, হয়েছেন। “কিন্তু পাকিস্তানে কি কোন সংখ্যালঘু এরকম স্থানের একাংশও দাবি করতে পারেন? ওদের আছে শুধু ধর্মনিন্দা করা এবং মানবাধিকা লঙ্ঘন করার আইন”। সূত্র: কলতাকা টুয়েন্টিফোর সেভেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার