পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপি–র সাফল্যে খুশি হতে পারেনি চীন। বেজিং–এর মতে, এবার আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আরও কঠোর মনোভাব দেখাবে দিল্লি। খবর আজকালের।
চীনের বৈদেশিক সম্পর্ক নীতি নিয়ে মতামত প্রকাশ করে থাকে চীনের কমিউনিস্ট শাসকদের ইংরাজি মুখপত্র ‘গ্লোবাল টাইমস’। সম্প্রতি ‘গ্লোবাল টাইমস’ তাদের এক প্রতিবেদনে লিখেছে, এই জয়ের ফলে ঘরে এবং বাইরে নরেন্দ্র মোদির অবস্থান আরও কঠোর হবে। উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে মোদির জয়ের পর নানা মহলে বলাবলি শুরু হয়েছে যে ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও বিজেপি ক্ষমতায় আসতে পারেন।
সেই কথা উল্লেখ করে গ্লোবাল টাইমস আরও লিখেছে, তার মানে অন্যান্য দেশের সঙ্গে আরও আপোসহীন ভাবে দর কষাকষি করবেন মোদি। সেখানে উদাহরণ হিসেবে চীনের সঙ্গে ভারতের সীমান্ত সমস্যার কথা তুলে ধরা হয়েছে।
এবার মোদি চীন–ভারত সীমান্তে গিয়ে সেনাদের সঙ্গে দীপবলি পালন করেছেন। তবে এখনও দুই দেশের মধ্যে কোনও বৈঠক করেননি। ভারত চীন এবং রাশিয়ার সঙ্গে সম্পর্কের উন্নতি চাইছে। সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশনের সদস্য হতে চেয়ে আবেদন করেছে ভারত। আমেরিকা এবং জাপানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়িয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৭ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২