চীনকে কড়া জবাব দিতে ভারতে আরও এক বাহিনীর উত্থান হচ্ছে পাহাড়ে। উত্তরের সীমান্ত জুড়ে মাউন্টেড স্ট্রাইক কর্পসে আসছে আরও এক নতুন বাহিনী। আগামী কয়েক মাসের মধ্যেই পাঠানকোটে তৈরি হবে ৭২ ‘ইনফ্যান্টরি ডিভিশন’।
এক উচ্চপদস্থ সেনা অফিসার জানিয়েছেন, ইতোমধ্যেই ওই ডিভিশন তৈরির প্রাথমিক কাজকর্ম শুরু হয়েছে। ২০১৭-১৮ অর্থ বর্ষের মধ্যে এই বাহিনী মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক সময়ের মধ্যেই সেই বাহিনীর গঠন সম্পূর্ণ হবে বলে জানা গেছে। তবে তা কার্যকর হতে কিছুটা সময় লাগবে।
এই ডিভিশনে থাকবে ১৫০০০ সেনা। দু’ থেক তিন বছরের মধ্যে পুরোদমে মাঠে নামবে এই বাহিনী। এই ডিভিশনের জন্য অস্ত্রের জোগাড় করা হচ্ছে। এছাড়া মাউন্টেন কর্পসের আরও একটি বাহিনী ৫৯ ‘ইনফ্যান্টরি ডিভিশন’ চলতি বছরেই কার্যকর হবে।
পশ্চিমবঙ্গের পানাগড়ে এই মাউন্টেন কর্পসের হেডকোয়ার্টার। ২০১৩ সালে এমন একটি বাহিনী গড়ার সিদ্ধান্ত নেয় ভারত। সাত বছরে ৬৪০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়। তবে এতদিন অস্ত্রের অভাব ছিল। কিন্তু এখন জরুরিকালীন অবস্থায় সেই অভাব পূরণ করা হয়েছে।