ত্রিপুরায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক নারীসহ তিন আধিবাসী নাগরিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার বিকেলে ত্রিপুরার দক্ষিণ জেলার সাব্রুম মহকুমার মনুঘাটের চিতাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
বিএসএফের দাবি, ভারত-বাংলাদেশ সীমান্তে একদল পাচারকারী গরু পাচার করছিল। এসময় সীমান্তে টহলরত বিএসএফ জওয়ানরা পাচারকারীদের বাধা দিতে গেলে তারা জওয়ানদের উপর চড়াও হয়। বিএসএফ জওয়ানরা আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে তিনজনের মৃত্যু ও আরও দু’জন আহত হন।
নিহতরা হলেন সুরলক্ষ্মী (২৯), মিন কুমার (৩৫) ও কুমার (৩০)। ওই এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। সিপিআই (এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটি এ ঘটনার নিন্দা জানিয়েছে ও এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শাস্তির দাবি করেন। এর প্রতিবাদে শনিবার আধাবেলা সাব্রুম শহরে হরতালেরও ডাক দিয়েছে সিপিআই (এম)।
বিডি প্রতিদিন/১৮ মার্চ, ২০১৭/ফারজানা