সোয়াইন ফ্লু আতঙ্কে মালদ্বীপ সফর স্থগিত করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। আজ তার মালদ্বীপ যাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই তিনি তার এই সফর স্থগিত করেছেন।
ভারত মহাসাগরীয় এই দ্বীপ রাষ্ট্রে তেল সমৃদ্ধ দেশটির বিনিয়োগের পরিকল্পনার কারণে সম্প্রতি মালদ্বীপে বিক্ষোভ শুরু হয়েছে। সে কারণেই সৌদি বাদশাহ তার সফর বাতিল করেছেন কিনা তা পরিস্কার নয়।
এদিকে, মালদ্বীপ সরকার বলছে, দেশে সোয়াইন ফ্লুর প্রাদুর্ভাব ঘটেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ১০৫ জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে। সোয়াইন ফ্লুর প্রাদুর্ভাবের কারণেই বাদশাহ সালমান তার সফর স্থগিত করেছেন বলে উল্লেখ করেছে মালদ্বীপ।
উল্লেখ্য, এক মাসব্যাপী এশিয়ায় জাকজমকপূর্ণ সফরে বেরিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। পূর্ব এশিয়ার পাঁচটি দেশে ৩১ দিন সফর করবেন বাদশাহ সালমান। প্রথমেই তিনি মালয়েশিয়ায় তিনদিন সফর করেন।
বিডি প্রতিদিন/১৮ মার্চ ২০১৭/হিমেল