যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সাবওয়েতে মুসলিম যুগলকে হেনস্থার হাত থেকে বাঁচালেন এক মার্কিন নারী। সাবওয়ের মধ্যে গোটা ঘটনাটির ভিডিও রেকর্ডিং করেছেন এক ব্যক্তি। ফেসবুকে এখন ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিওটি।
সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওই মুসলিম যুগলকে গালিগালাজ করছেন এক ব্যক্তি। প্রশ্ন করছেন, ‘কেন তোমরা আমাদের দেশে এসেছ? তোমরা আমাদের সঙ্গে থাকতে পার না।’ ঠিক এই সময় প্রতিবাদে রুখে দাঁড়ান ওই নারী।
হেনস্থাকারীকে জানান, ভিন্নধর্মী হওয়ার ‘দোষে’ কাউকে তিনি হেনস্থা করতে পারেন না। নিজের উদাহরণ দিয়ে ওই মহিলা বলতে থাকেন, ‘আমার জন্ম দক্ষিণ আমেরিকার পুয়ের্তো রিকোয়। কিন্তু আমেরিকায় থাকতে থাকতে আমিও আমেরিকান হয়ে গেছি। আমেরিকা আমার দেশ এবং এই দেশকে আমি ভালবাসি। যে কোনও ধর্ম বা যে কোনও দেশে জন্মানো মানুষই আমেরিকাকে ভালবাসতে পারেন। আপনার উচিত সকলের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।’
মার্কিন ওই নারীর এমন সাহসী ভূমিকায় সাবওয়েতে সকলেই মুগ্ধ হয়ে যান। উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিনন্দন জানাতে থাকেন ওই নারীকে।
বিডি-প্রতিদিন/ ১৮ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৩