ফ্রান্সের রাজধানী প্যারিসের ওরলি বিমানবন্দরে স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৮ টার দিকে এক দুর্বৃত্তকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ওই ব্যক্তি কর্তব্যরত একজন সেনার বন্দুক ছিনিয়ে নিয়ে বিমানবন্দরে হামলার চেষ্টা চালিয়েছিল।
এদিকে বিমানবন্দরে গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। নিরাপত্তাকর্মীরা বিমানবন্দরের টার্মিনাল ঘিরে রেখেছিল।বিমানবন্দরে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে। ওই ব্যক্তির আর কোনো সহযোগী আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। বোমা নিষ্ক্রিয়কারী একটি দলও এই অভিযানে যুক্ত হয়েছে বলে সংবাদমাধ্যমে জানানো হয়।
বিমানবন্দরে থাকা লোকজনের উদ্দেশে প্যারিস পুলিশের মুখপাত্র টুইট করে জানিয়েছেন, ঘটনার পর নিরাপত্তা অভিযান চলছে। নিরাপত্তা বেষ্টনী পার হবেন না। নির্দেশনা মেনে চলুন।
বিডি প্রতিদিন/এ মজুমদার