ভারতের মুম্বাইয়ে চলছে হীরা ব্যবসায়ীদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলন। আর এ সম্মেলনে দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তৃতা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই ভারতকে হীরার হাব হিসেবে দেখার আকাঙ্খা প্রকাশ করেছেন তিনি।
মোদি হীরার ব্যবসায়ও ভারতকে এগিয়ে নিয়ে যেতে চান তাই তার স্পষ্ট ঘোষণা, ভারতে এবার আন্তর্জাতিক মানের হীরে ব্যবসার হাব গড়ে তোলার সময় হয়েছে। ‘গোটা বিশ্বে হীরের কাটা ও পালিশ করার কাজ সবচেয়ে বেশি ভারতে। এই ক্ষেত্রে কর্মসংস্থানের বিপুল সুযোগ রয়েছে। তাই এবার দেশে হীরে ব্যবসার হাব গড়ে তোলা দরকার।’
তিনি আরো বলেন, হীরে ব্যবসার ক্ষেত্রে ভারতই বিশ্বের কাছে একমাত্র গন্তব্য হোক, এখন এটাই লক্ষ্য। রত্নব্যবসার ক্ষেত্রে দেশের ৪৬ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে। তার মধ্যে শুধুমাত্র হীরে শিল্পের সঙ্গে জড়িত রয়েছে ১০ লাখ মানুষের আয়। আগামী দিনে এখানে আরও বেশি সম্ভাবনা রয়েছে। তাই ‘মেক ইন ইন্ডিয়া’ ও ‘স্কিল ইন্ডিয়ার’ মতো পদক্ষেপের মধ্যে এবার রত্ন ব্যবসাকেও এগিয়ে নিয়ে যেতে হবে।
সূত্র: আজকাল