এক মানসিক ভারসাম্যহীনকে গুলি করে হত্যা করল মার্কিন পুলিশ। জানা যায়, গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আলামোর টেনিসিতে গুলি চালিয়ে ওই মানসিক ভারসাম্যহীনকে হত্যা করে দেশটির পুলিশ। আর এই ঘটনাটি নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। ওই ব্যক্তির মৃত্যুর ঘটনা পুরোটাই উঠে এসেছে ফেসবুক লাইভে। কারণ পুলিশের গুলিতে নিহত রডনি জেমস হেস তখন ফেসবুকে লাইভ ছিলেন।
যদিও পুলিশ দাবি করেছে, রডনি কোন অস্ত্র ব্যবহার করেননি। তা সত্ত্বেও পুলিশ কেন গুলি চালালো, তার কোন সদুত্তর মেলেনি। ভিডিওতে রডনির গলাও শোনা গিয়েছে। সংশ্লিষ্ট অফিসারকে তিনি বলছেন, ‘উর্ধ্বতন কোন অফিসারকে ডেকে আনুন।’ এর কিছুক্ষণের মধ্যে প্রচণ্ড গোলমালের আওয়াজ শোনা যায়। তারপর গুলির জোর শব্দ এবং রডনির চিৎকার। ভিডিওর দৃশ্য কাঁপতে কাঁপতে বন্ধ হয়ে যায়।
ঘটনার পর রডনির বান্ধবী জনিশা প্রভোস্ট জানিয়েছেন, ফেসবুক লাইভে রডনিকে অসহায়ভাবে মরতে দেখেছেন তিনি। মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তিকে এভাবে মারা হলো! সূত্র: ইন্টারনেট।
বিডি প্রতিদিন/এ মজুমদার