২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের তদন্ত শুরু করল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই৷ সোমবার এই তথ্য জানিয়েছেন এফবিআইয়ের প্রধান জেমস কোমি৷
মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয় লাভের পরেই অভিযোগ উঠেছিল যে, ফলাফলে গড়মিল করা হয়েছে এবং হস্থক্ষেপেই তথ্য পাচার হয়েছিল। সেই গড়মিলের অভিযোগ উঠেছিল রাশিয়ার বিরুদ্ধে৷
রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে জয়ী করতে ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটন ও তার নির্বাচনী প্রধানের ব্যক্তিগত ইমেইল হ্যাক করে তথ্য পাচার করেছে রাশিয়া৷ কিছুদিন আগে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা’র (সিআইএ) গোপন প্রতিবেদনে জানিয়েছিল যে, ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের প্রতি আমেরিকানদের আস্থা ও বিশ্বাস নষ্ট করার জন্য তথ্য ফাঁস করেছে রাশিয়া৷
সেসময় মার্কিন কিছু কর্মকর্তার সঙ্গে মস্কোর গোপন যোগাযোগেরও অভিযোগ উঠেছিল৷ যারা উইকিলিকসের কাছে তথ্য পাচার করেছিলেন। যদিও টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি অস্বীকার করে ট্রাম্প বলেছিলেন, ‘আমি এটি বিশ্বাস করি না। তাদের (রাশিয়া) হস্তক্ষেপের বিষয়টি আমি বিশ্বাস করি না।’
বিডি প্রতিদিন/২১ মার্চ ২০১৭/হিমেল