আটটি দেশের যাত্রীদের জন্য বিমানের ভেতরে ল্যাপটপ এবং ট্যাব বহন করতে না পারে সেজন্য নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে আমেরিকা। এই ব্যাপারে দেশটির সরকারী একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, মধ্যপ্রাচ্য প্রাচ্য এবং উত্তর আফ্রিকার কিছু এয়ারলাইন্সে করে যারা আমেরিকায় আসবে তাদের জন্য এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, মোবাইল ফোন ছাড়া যে কোনো ধরনের বড় ইলেকট্রনিক যন্ত্র যেমন - ল্যাপটপ, ট্যাব, ক্যামেরা ডিভিডি প্লেয়ার এবং ইলেকট্রনিক গেমস খেলার যন্ত্রপাতি বিমানের ভেতরে বহন করা যাবে না।
আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এ বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে মঙ্গলবারের মধ্যে এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার