গোপনে এক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সাবেক কর্মীর নগ্ন ভিডিও রেকর্ড করার অভিযোগে সেই সংস্থার ডিরেক্টর এবং এক মহিলা কর্মীকে গ্রেফতার করেছে ভারতের সাইবরাবাদ থানার সাইবার ক্রাইম শাখা। ভারতের হায়দরাবাদের কেপিএইচবি কলোনিতে এই ঘটনা ঘটেছে।
গ্রেফতাররা হলেন- হাইয়া কনসালটেন্সির ম্যানেজিং ডিরেক্টর এ শিবায় এবং ৩০ বছরের মহিলা টেলিকলার। পুলিশ জানায়, কেপিএইচবি কলোনির একটি মহিলা হোস্টেলে থাকতেন ওই সংস্থার সাবেক কর্মী। মাস কয়েক আগে ওই সংস্থায় ইস্তফা দিয়ে অন্য একটি কোম্পানিতে যোগ দেন তিনি।
২২ বছর বয়সী ওই যুবতীরই রুমমেট ছিলেন হাইমা কনসালটেন্সির মহিলা টেলিকলার। রবিবার সন্ধ্যায় যুবতী দেখেন তার রুমমেট নিজের মোবাইল ফোনের ক্যামেরা তার দিকে তাক করে রেখেছেন। যদিও তখন তাকে কিছু বলেননি ওই যুবতী। পরের দিন অফিসে বের হওয়ার জন্য পোশাক বদলের সময় ফের একই ঘটনা ঘটে। ফলে সন্দেহ বাড়ে তাঁর। রুমমেটকে জিজ্ঞেস করেন, কী করার চেষ্টা করছেন তিনি! থতমত খেয়ে তড়িঘড়ি নিজের মোবাইলটি লুকিয়ে ফেলার চেষ্টা করেন ওই মহিলা। জোর করে মহিলার থেকে মোবাইলটি কেড়ে নিয়ে যুবতী নিজের অর্ধ-নগ্ন ছবি ও ভিডিও দেখতে পান।
সাইবার ক্রাইম শাখার এসিপি এস জয়রাম জানান, যুবতীর বেশ কিছু অর্ধ-নগ্ন ছবি ও নগ্ন ভিডিও তার বস শিবায়কে হোয়াটসঅ্যাপ করেছিলেন ওই টেলিকলার। ঘটনায় সোমবারই অফিস থেকে ম্যানেজিং ডিরেক্টর ও টেলিকলারকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে ওই টেলিকলার জানান, তার বসই তাকে এই কাজের জন্য জোর করেছিলেন। তাদের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
বিডি প্রতিদিন/২১ মার্চ ২০১৭/এনায়েত করিম