গাজায় ইসরাইলি গোলার আঘাতে আজ বুধবার ভোরে এক ফিলিস্তিনি নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। এক ফিলিস্তিনি কর্মকর্তা একথা জানান।
এদিকে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিস্তিনি বসতি ও ইসরাইলি ভূখণ্ডের মধ্যবর্তী সীমান্ত এলাকায় একাধিক গোলা বর্ষণের সময় ওই তিন ফিলিস্তিনি সেখানে ছিলেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কোদরা বলেন, ‘রাফার পূর্বাঞ্চলে দখলকৃত ইসরাইলি বাহিনীর গোলার আঘাতে ইউসুফ আবু আজরা (১৮) নিহত ও অপর দুই ফিলিস্তিনি আহত হয়েছেন।’
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইল ও গাজা ভূখণ্ডের মধ্যে বেশ কয়েক দফা গোলা বর্ষণের ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/২২ মার্চ ২০১৭/এনায়েত করিম