পুরো বিশ্বের অন্যতম মাংস রফতানিকারক দেশ ব্রাজিল। বিশেষ করে গরুর মাংস রফতানিতে বিশ্ব বাজারে দেশটির পাকাপোক্ত অবস্থান রয়েছে। তবে সম্প্রতি প্রক্রিয়াকরণ কারখানাগুলোতে পচা ও নিম্নমানের মাংস বিক্রির প্রমাণ পেয়েছে নিরাপত্তা বাহিনী। আর এ সংবাদ প্রকাশের পরই বিপাকে পড়েছে বিশ্বের গরুর মাংসের সবচেয়ে বড় রফতানিকারক দেশটি।
কারণ ব্রাজিল থেকে গরুর মাংসের বৃহত্তম আমদানিকারক ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে চীন, দক্ষিণ কোরিয়া ও চিলিও মাংস কিনতে স্থগিতাদেশ দিয়েছে।
সম্প্রতি এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে ব্রাজিল থেকে আমদানিকৃত প্যাকেটজাত পচা মাংস পাওয়ার খবর মিলেছে বেশ কিছুদিন থেকে। শুক্রবার ব্রাজিলের ফেডারেল পুলিশ সে দেশের কয়েকটি মাংস প্রক্রিয়াকরণ কারখানায় অভিযান চালায়। কারখানাগুলো কয়েক বছর ধরে পচা ও নিম্নমানের মাংস বিক্রি করছে বলে পুলিশের অভিযানে প্রমাণ পাওয়া যায়। এ সময় পুলিশ তিনটি মাংস প্রক্রিয়াকরণ কারখানা বন্ধ করে এবং ৩৮ জনকে গ্রেফতার করে। এছাড়া ২১ ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, ব্রাজিল প্রতি বছর প্রায় ১ হাজার ২০০ কোটি ডলার মূল্যের মাংস রফতানি করে। সবশেষ এ কেলেঙ্কারি দেশটির অর্থনীতিতে আরেক দফা আঘাত হানবে। তবে পরিস্থিতি সামাল দিতে ব্রাজিল কর্তৃপক্ষ ৩০ জন পদস্থ আমলাকে বরখাস্ত করেছে। আমদানিকারকদের আস্থা ফেরাতে ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমার রোববার কয়েক রাষ্ট্রদূতকে সঙ্গে নিয়ে স্টেকহাউজে যান। সেখানে খাওয়া-দাওয়ার পাশাপাশি তিনি ব্রাজিলে উত্পাদিত মাংস নিরাপদ বলে রাষ্ট্রদূতদের আশ্বস্ত করেন।
সূত্র: ব্লুমবার্গ