মাত্র দুই সপ্তাহ আগে চারটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর পর এবার উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে। বুধবার নতুন করে আবারও পরীক্ষা চালাতে গিয়ে ব্যর্থ হলো দেশটি।
এদিকে উত্তর কোরিয়ার ওই চারটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে জাপানে মার্কিন বাহিনীর ঘাঁটিতে হামলা চালানোর একটি মহড়া হিসেবে অভিহিত করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বুধবার সকালে উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় উনসাম বন্দরের একটি বিমান ঘাঁটি থেকে পিয়ংইয়ং একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেও সেটি ব্যর্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘ক্ষেপণাস্ত্রটি কি ধরনের ছিল তা আমরা বিশ্লেষণ করছি।’
উত্তর কোরিয়ার চালানো ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়ে থাকতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক এমন এক সরকারি সূত্রের বরাত দিয়ে জাপানের কিয়োদো বার্তা সংস্থা খবর প্রকাশের পর দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে এ ধরনের বিবৃতি দেয়া হলো।
বিডি প্রতিদিন/২২ মার্চ ২০১৭/এনায়েত করিম