চীনের মধ্যাঞ্চলের একটি প্রাথমিক বিদ্যালয়ে পদপিষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু ও অন্তত ২০ জন আহত হয়েছে। আজ বুধবার চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।
সিনহুয়া জানায়, পুয়াংয়ের ওই বিদ্যালয়ে সকালের শিফটের বিরতিকালে শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে টয়লেটে ঢুকতে গেলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
চীনের একটি সংবাদপত্রের খবরে বলা হয়, সেখানে শিক্ষার্থীদের হুড়োহুড়ির সময় টয়লেটের দেয়াল ধসে পড়ে।এ ঘটনায় আহত সকলকে হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়।
এ ব্যাপারে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে পুয়াং কাউন্টি সরকার।
বিডি প্রতিদিন/২২ মার্চ ২০১৭/এনায়েত করিম