নাইজেরিয়ার গোলযোগপূর্ণ উত্তররাঞ্চলীয় নগরী মাইদুগুরি নগরীর কাছের একটি শরণার্থী শিবিরে বুধবার ভোরে একাধিক আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। জঙ্গি সংগঠন বোকো হারামের ভয়ে এরা তাদের বাড়িঘর ছেড়ে এখানে আশ্রয় নিয়েছিল। আজ বুধবার দেশটির কর্মকর্তারা একথা জানান।
মুনা শিবিরের সমন্বয়ক তিজ্জানি লুমানি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘শিবিরের ভেতরে চারটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। হামলাকারীরা স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে বিভিন্ন স্থানে হামলা চালায়। বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে অনেক তাঁবু পুড়ে গেছে।’
এই ঘটনায় হতাহতদের ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
বিডি প্রতিদিন/২২ মার্চ ২০১৭/এনায়েত করিম