চীনে ৪ এপ্রিল থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী কিং মিং উৎসব। এ উৎসবের মূল উদ্দেশ্যে প্রয়াতদের প্রতি শ্রদ্ধা জানানো। শতাব্দীপ্রাচীন এ উৎসবের প্রচলিত রীতি থেকে সরে এসেছে অধিকাংশ চীনা। সরাসরি সমাধিক্ষেত্রে গিয়ে নয়, অনেকে অনলাইনেই প্রয়াতদের প্রতি শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছেন।
দেশটির নানজিং প্রদেশসহ বিভিন্ন অঞ্চলের বেশ কয়েকটি সমাধিক্ষেত্রের কর্তৃপক্ষের নেয়া উদ্যোগে এটি সম্ভব হচ্ছে। ইউহুয়াতাই গঙদেউয়ান কবরস্থানের কর্মীরা জানান, যারা প্রিয়জনদের কবরে উপস্থিত না হতে পারবেন না অর্থের বিনিময়ে তাদের প্রিয়জনের সমাধি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে পারি। উইচ্যাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিরা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে তাতে শ্রদ্ধা জানানোর সকল কর্মকাণ্ড বাস্তবায়ন করতে পারেন।
দেশটির একাধিক সমাধিক্ষেত্র অনলাইনে কবরের নম্বর সম্বলিত স্মারক পৃষ্ঠা তৈরি করেছে, যেখানে স্বজনেরা চাইলে ভার্চুয়াল মোমবাতি জ্বালিয়ে এমনকি ভার্চুয়াল উপহার প্রদান করে শ্রদ্ধা পরিশোধ করতে পারবে।
বিডি প্রতিদিন/৪ এপ্রিল, ২০১৭/ফারজানা