ইরাকের মসুল শহর দখল করেও আইএস প্রধান আবু বকর আল বাগদাদির কিছুই করতে পারবে না ইরাকি সেনা। এক সাবেক কুর্দিশ কর্মকর্তা জানিয়েছেন, "বাগদাদিকে মসুল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য দু’মাস আগে ১৭টি আত্মঘাতী গাড়িবোমা ব্যবহার করা হয়েছিল। আর সে কাজে সাহায্য করতে সিরিয়া থেকে জঙ্গিদেরও আনা হয়। কাজ শেষ হলে তারা সিরিয়া ফিরে যায়।"
কুর্দিশ প্রেসিডেন্ট মাসুদ বারজানির চিফ অব স্টাফ ফুয়াদ হুসেন বলেছেন, "মসুল এবং সিরিয়ায় বেশ কয়েকটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। যাতায়াতের পথ কয়েক ঘণ্টার জন্য মসৃণ রাখতেই এই ব্যবস্থা। তাতে আইএসের বড় ক্ষতি হয়। তবে নিরাপদে বেরিয়ে যেতে সমর্থ হয় বাগদাদি।"
সূত্রের খবর, পূর্ব মসুলের পতনের পরে ১৯ ফেব্রুয়ারি পশ্চিম মসুলে বিমান হামলা জোরদার করে ইরাকি সেনা। এরই ফাঁকে বাগদাদি পালিয়ে যায়। পশ্চিম মসুল থেকে সিরিয়া যাওয়াই সবথেকে নিরাপদ। মাঝের এলাকার নিয়ন্ত্রণ রয়েছে হাসাদ আল শাবির শিয়া যোদ্ধাদের হাতে। তাদেরও এই ষড়যন্ত্রের শরিক করা হয়।
এ প্রসঙ্গে ফুয়াদ হুসেন বলেন, "মসুলের পতনের পরে আইএসের হাতে ভূখণ্ড থাকবে না। তবে তারা গেরিলা কায়দায় আক্রমণ চালাতে পারে।"
সূত্রঃ আজকাল।
বিডি-প্রতিদিন/ ০৪ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৪