ব্যাংকের দুই নারীকর্মীর তৎপরতায় ধরা পড়ল ডাকাতদল। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই দুঃসাহসিক প্রতিরোধের ভিডিও।
মঙ্গলবার ভারতের গুরুগ্রামের বাদশাহপুরে স্টেট ব্যাংকের মানি ট্রান্সফার ব্রাঞ্চে হামলা চালায় দুই আততায়ী। দুপুরে বেশিরভাগ কর্মী যখন খাবার খেতে গিয়েছেন, সেই সময় গ্রাহক সেজে ব্যাংকে প্রবেশ করে দীপক এবং মোহিত নামে দুই যুবক। বন্দুক দেখিয়ে দুই নারীকর্মীর কাছ থেকে টাকা ছিনিয়ে চেষ্টা করে তারা। কিন্তু তাদের সঙ্গে ধস্তাধস্তির মাঝেই দু’জনের হাতে থাকা পিস্তল কেড়ে নেন বিমলাদেবী এবং পুনম। সঙ্গে সঙ্গে সিকিউরিটি অ্যালার্ম বাজান তাঁরা।
বাইরে থেকে ছুটে আসেন নিরাপত্তা রক্ষীরা এবং আশপাশের লোকজন। এরপর দুই ডাকাতকে ধরে পুলিশের হাতে তুলে দেন তারা। পুলিশ কমিশনার সন্দীপ খিরওয়ার জানিয়েছেন এই সাহসিকতার জন্য ওই দুই নারীকে সম্মানিত করা হবে।
গুরুগ্রামে এই ব্যাঙ্কেই ডাকাতির চেষ্টা বানচাল করলেন দুই মহিলাকর্মী। তারপরেই পুলিস খতিয়ে দেখছে ব্যাঙ্ক।
বিডি-প্রতিদিন/ ০৪ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২০