মিশরে প্রাচীন তিন হাজার ৭০০ বছরের প্রাচীন পিরামিডের সন্ধান পাওয়া গেছে। প্রত্নতত্ত্ববিদদের দাবি, ১৩তম ফারাওয়ের আমলে ওই পিরামিড তৈরি হয়। অর্থাৎ খ্রিস্টপূর্ব ১৮০৩ থেকে খ্রিস্টপূর্ব ১৬৫৯ সালের মধ্যবর্তী এটি তৈরি করা হয়।
মিশরের প্রত্নতত্ত্ববিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, পিরামিডের অবস্থান কায়রো থেকে ৪০ কিলোমিটার দূরে দাহশুর এলাকায়। প্রাচীন মিসরীয় রাজবংশের শাসনামলের মধ্যভাগ পর্যন্ত দাহশুর এলাকাটি সমাধিক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতো। তবে প্রত্নতাত্ত্বিকভাবেও ওই এলাকাটি বেশ সমৃদ্ধ।
প্রত্নতাত্ত্বিকরা সাম্প্রতিক খননকাজে পিরামিডের পাশাপাশি আলাবাস্টারের মতো মূল্যবান ধাতুসহ বেশকিছু প্রত্নতাত্ত্বিক নির্দশনও পাওয়া গেছে। সন্ধান পাওয়া পিরামিডের আকৃতি ঠিক কতটুকু তা নির্ধারণ করতে খননকাজ এখনো অব্যাহত রয়েছে।
সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/৫ এপ্রিল, ২০১৭/ফারজানা