একজন আইনজীবীকে প্রায় সাড়ে ৩ কোটি টাকা বা ৩ কোটি ৪২ লাখ রুপি পরিশোধ করতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীর অরবিন্দ কেজরিওয়ালের। তাও মাত্র ১১ দিন আদালতে যাওয়া এবং মামলা গ্রহণের ফি বাবদ এ টাকা গুণতে হচ্ছে দিল্লির গরীব মুখ্যমন্ত্রী হিসেবে খ্যাত এ নেতাকে।
ভারতের প্রখ্যাত ওই আইনজীবীর নাম রাম জেঠমালানি। বয়স ৯৩ বছর। অটল বিহারি বাজপেয়ি শাসানামলে জেঠমালানি আইনমন্ত্রী ছিলেন। এখন রাজ্যসভার সদস্য। এই প্রবীণ আইনজীবীর মক্কেল হয়ে থাকেন সাধারণত ধনাঢ্য ব্যক্তিরা।
তবে আম আদমি পার্টির নেতা ২০১৫ সালে অর্থমন্ত্রী অরুণ জেটলির করা একটি মামলার আইনজীবী হিসেবে নিয়োগ করেছিলেন রাম জেঠমালানিকে। দিল্লির ক্রিকেট সংস্থার সভাপতি থাকার সময় জেটলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন কেজরিওয়াল। এ অভিযোগের বিরুদ্ধে জেটলি মানহানির মামলা করেন। ক্ষতিপূরণ দাবি করেন ১০ কোটি রুপি। সেই মামলায় কেজরিওয়ালের পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়ান রাম জেঠমালানি। ওই মামলার খরচ হিসেবে রাম জেঠমালানি গত বছরের ডিসেম্বর মাসে কেজরিওয়ালের কাছে বিল পাঠান ৩ কোটি ৪২ লাখ রুপির। এখন সেই বিল মেটাতে হিমশিম খাচ্ছেন কেজরিওয়াল। তিনি দিল্লির আমজনতার কাছে এই মামলার খরচ মেটানোর আরজি জানিয়েছেন।
তবে ফি না দেওয়ায় কেজরিওয়ালকে ‘গরিব মক্কেল’ বলে মন্তব্য করেছেন জেঠমালানি , অরবিন্দ কেজরিওয়াল বা তাঁর সরকার যদি এ বিল পরিশোধ না করেন, তবে তিনি বিনা পারিশ্রমিকে কেজরিওয়ালের পক্ষে মামলা চালাবেন।
সূত্র: ইন্ডিয়া টাইমস