মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শুরু থেকেই রাশিয়ার ‘হস্তক্ষেপ’ নিয়ে উত্তাল আন্তর্জাতিক বিশ্ব। আর তারই জের ধরে এবার রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে আইন পাস করতে মার্কিন কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্রেট নেতারা সম্মত হয়েছেন। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাতে কোনো রুশবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে না পারেন নতুন ওই আইনে সে ব্যবস্থাও রাখা হয়েছে।
এ প্রসঙ্গে হোয়াইট হাউসের নতুন মুখপাত্র অ্যান্টনি স্ক্যারামুচি বলেন, কংগ্রেসে পাস হওয়া প্রস্তাবে সইয়ের ব্যাপারে ট্রাম্প এখনো সিদ্ধান্ত নেননি। কিন্তু ট্রাম্প প্রশাসনের প্রেস সচিব সারা স্যান্ডার্স বলেন, হোয়াইট হাউস এই আইনকে সমর্থন করবে।
উল্লেখ্য, এর আগে ক্রেমলিনের ব্যাপারে তার কূটনৈতিক স্বাধীনতা থাকা প্রয়োজন বলে জানিয়েছিলেন ট্রাম্প।
বিডি-প্রতিদিন/২৪ জুলাই, ২০১৭/ওয়াসিফ