নেপালে ভারি বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৯ জন হয়েছে। আরও বহুসংখ্যক মানুষ নিখোঁজ রয়েছে। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
নেপালের দক্ষিণাঞ্চলের সমতল ভূমিতে সৃষ্ট এই বন্যায় ৫ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার বলা হয়েছিল, ৩০ জন মানুষ বন্যা ও ভূমিধসে মারা গেছে। সেনাবাহিনী ও পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করছে, প্রায় ৩৪ হাজার বাড়ি ডুবে গেছে।
নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী জনার্দন শর্মার বিশেষ সহকারী লক্ষী পান বলেন, মৃতর সংখ্যা আরও বাড়তে পারে এখনো আমরা চূড়ান্ত হিসাব সম্পূর্ণ করিনি। রেডক্রসের হিসাবানুযায়ী এই দুর্যোগে এক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিডি প্রতিনিধি/১৩ আগস্ট ২০১৭/আরাফাত