লক্ষ্য ২০১৮ সালের সাধারণ নির্বাচন। তার আগে নির্বাচনের ময়দানে গা ঘামাতে নেমে পড়ল হাফিজ সাঈদের দল মিল্লি মুসলিম লিগ।
জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সাঈদ সদ্য মিল্লি মুসলিম লিগ(এমএমএল) নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। লক্ষ্য পাকিস্তানে ‘ইসলামিয়ত কায়েম’ করা। তার প্রথম ধাপ হিসাবে আগামী উপনির্বাচনে এনএ ১২০ লোকসভা কেন্দ্রে প্রার্থী দিল এমএমএল।
যদিও পাকিস্তান নির্বাচন কমিশনে এখনোও রাজনৈতিক দল হিসাবে নাম নথিভুক্ত করেনি মিল্লি মুসলিম লিগ।
জানা গেছে, এনএ ১২০ কেন্দ্র থেকে মুহম্মদ ইয়াকুব শেখ এমএমএলের হয়ে প্রতিদ্বন্ধিতা করবেন। এমনকি তিনি নির্বাচন কমিশনের অফিসে গিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেনও।
প্রসঙ্গত এই কেন্দ্র থেকে জিতে প্রধানমন্ত্রী হয়েছিলেন নওয়াজ শরিফ। কিন্তু পানামা পেপার'স কেলেঙ্কারির জেরে প্রধানমন্ত্রীর পদ হারাতে হয় তাকে। ফলে আসনটি শূন্য হয়ে পড়ে। সেই আসনে নিজের স্ত্রী কুলসুম নওয়াজকে জিতিয়ে আনতে চাইছেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
অন্যদিকে পাকিস্তানের মূল রাজনীতির স্রোতে গা ভাসাতে চাইছেন হাফিজ সাঈদ। তার সঙ্গে পাকিস্তানি সেনা এবং আইএসআইয়ের শীর্ষ কর্মকর্তাদের ঘনিষ্ঠ সর্ম্পক আছে বলে গুঞ্জন রয়েছে। তবে আর্ন্তজাতিক জঙ্গির তকমা পাওয়া হাফিজকে পাকিস্তানের প্রভাবশালী ব্যক্তি বলে গণ্য করা হয়।
বিডিপ্রতিদিন/ ১৩ আগস্ট, ২০১৭/ ই জাহান