সাততলার থেকে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি রাস্তায় থাকা অপর একটি গাড়ির ওপর আছড়ে পড়ে। কিন্তু সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন আছড়ে পড়া গাড়ির চালক। গাড়ি আছড়ে পড়ার পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরার ফুটেজে।
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনের এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এত বড় দুর্ঘটনার পর কীভাবে চালক কার্যত অক্ষত রইলেন তা নিয়ে চলছে গবেষণা। সিসিটিভি ফুটেজ অবশ্য এই আলোচনায় রসদ জুগিয়েছে। জুলাই মাসের মাঝামাঝি অস্টিনের ওই গ্যারাজে এই ঘটনা ঘটেছিল। সম্প্রতি ওই ভিডিও প্রকাশ্যে আসে।
পুলিশ সূত্রে খবর, বিএমডব্লিউর চালকের আসনে ছিলেন এক মহিলা। যিনি গাড়িটির মালিকও। বহুতল ওই গ্যারাজে তিনি বিলাসবহুল গাড়িটি নিয়মিত রাখেন। ঘটনার দিন ওই চালক গাড়িটি পিছনের দিকে ঘোরাতে গিয়েছিলেন। গাড়ির গতি ভালোই ছিল। কোন কারণে বিএমডব্লিউর ব্রেক ফেল করে। গ্যারাজের দেওয়াল ছিল কাচের। কাচ ভেঙে গাড়ি সাত তলা থেকে নিচে এসে পড়ে। নিচের তলায় তখন একটি চার চাকার গাড়ি গ্যারাজে ঢোকানো হচ্ছিল। গাড়িটি গ্যারাজে ঢোকানোর পর কোনও কারণে বার করা হয়। এই সময় তীব্র আওয়াজে বিএমডব্লিউটি নিচে আছড়ে পড়ে। নিচে থাকা গাড়িটির ওপর বিএমডবলু পড়লে আরও বড় ক্ষতি হতে পারত। কার্যত কান ঘেঁষে বড় বিপদ কেটে যায়। বিএমডব্লিউ নিচে পড়ে একেবারে ধূলিস্মাৎ হয়ে যায়। ঘটনাস্থলে থাকা এক ব্যক্তি এগিয়ে আসেন। পরে আরও কয়েকজন উদ্ধারকাজে হাত লাগান। শেষ পর্যন্ত রক্তাক্ত অবস্থায় চালককে গাড়ি থেকে বের করা হয়। তাঁর আঘাত লাগলেও সংকট কেটেছে বলেই চিকিৎসকরা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার