ভারতের হিমাচল প্রদেশে ভূমিধসে ৪৬ জন নিহত হয়েছে। ভূমিধসের পর থেকে ১০ জন নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থল থেকে পাঁচ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাদের হিমাচলের মান্দির জোনাল হাসপাতালে ভর্তি হয়েছে।
রবিবার হিমাচলের মান্দি-পাঠানকোট মহাসড়কে শনিবার রাত ১টা ১৫ মিনিটের দিকে ওই ভূমিধসের ঘটনায় ঘটে। এতে দুটি বাস, একটি মোটরসাইকেল, দুটি প্রাইভেট কার ও পাশ্ববর্তী পাঁচটি বাড়ি মাটিচাপা পড়ে। সূত্র : হিন্দুস্থান টাইমস
বিডি প্রতিদিন/১৪ আগস্ট, ২০১৭/ফারজানা