ভারতের দিল্লিতে ফের ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের পর ওই নারীকে (২০) চার তলা থেকে ছুড়ে ফেলা হয়। পরে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই নারীর অবস্থা আশঙ্কাজনক। তিনি এখনো পুলিশের কাছে ঘটনার জবানবন্দী রেকর্ড করতে পারেননি। খবর এনডিটিভির।
পুলিশ জানায়, গত ১০ আগস্ট মধ্যরাতে দিল্লির একটি নির্মাণাধীন ভবনে ধর্ষণের পর অর্ধনগ্ন অবস্থায় ওই নারীকে ছুড়ে ফেলা হয়। দিল্লির রোহিনীর বেগমপুর এলাকায় এ ঘটনায় ঘটে। ওই নারীর পরিবারের দাবি, ঘটনাস্থলে আরও একজন ছিলেন। তবে পুলিশ শুধু একজনকেই অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে।
বিডি প্রতিদিন/১৪ আগস্ট, ২০১৭/ফারজানা