বন্দুক ঠেকিয়ে লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রী আলী জাইদানকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার রাজধানী ত্রিপোলির হোটেলে অবস্থানকালে অজ্ঞাত পরিচয়ের বন্দুকধারীরা তাকে অপহরণ করে। লিবীয় সূত্রের বরাত দিয়ে সোমবার সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়া এই তথ্য জানিয়েছে।
আল আরাবিয়া জানিয়েছে, ত্রিপোলির কেন্দ্রস্থলে অবস্থিত 'আল শার্ক' হোটেলে হানা দিয়ে আলি জাইদানকে ধরে অজ্ঞাত স্থানে নিয়ে যায় একটি সশস্ত্র দল। এ নিয়ে দ্বিতীয়বারের মতো অপহৃত হলেন জাইদান।
এর আগে ২০১৩ সালে প্রধানমন্ত্রী থাকার সময় বন্দুকধারীরা তাকে অপহরণ করেছিল। তবে কয়েক ঘণ্টা পরই মুক্তি দেয়া হয়।
বিডি প্রতিদিন/১৪ আগস্ট ২০১৭/আরাফাত