বিশ্বকে চমকে দিয়ে চীনের পক্ষ থেকে জানানো হল, চীন-পাক বন্ধুত্ব কতটা প্রগাঢ়। আজ চীনের উপ-প্রধানমন্ত্রী ওয়াং ইয়াং পাকিস্তানের স্বাধীনতা দিবসে সেখানে উপস্থিত হন। আর এই দেশের এই বিশেষ দিবস উদযাপনের সময়ই তিনি জানালেন চীন-পাকিস্তানের বন্ধুত্ব স্টিলের থেকেও বেশি মজবুত এবং মধুর থেকেও বেশি মিষ্টি। ইসলামাবাদের কানেকশন সেন্টারে পতাকা উত্তোলনে সামিল হয়ে ওয়াং জানান, চিন এবং পাকিস্তান সমস্যার সময়ে একে অপরের পাশে দাঁড়ায় সর্বদা, আর এই বন্ধুত্ব যে আগামী দিনে আরও শক্তিশালী হবে সে বিষয়টিও ফের একবার স্পষ্ট করে দেন তিনি।
পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রেসিডেন্ট মমনুন হুসেন, প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসী এবং দেশের সশস্ত্র সেনাবাহিনীর তিন প্রধানও সেখানে উপস্থিত ছিলেন। পাক-প্রেসিডেন্ট এই উপলক্ষ্যে, মতভেদ ভুলে মাতৃভূমির উন্নয়নে সবাইকে যোগ দেওয়ার আহ্বানা জানান। ঘৃণা এবং ভুল বোঝাবুঝি দূর করে ভালোবাসতে হবে সকলকে।
বিডি প্রতিদিন/এ মজুমদার