কাশ্মীর উপত্যকায় নতুন কমান্ডার হিসেবে মহম্মদ বিন কাশেমকে নিয়োগ করল হিজবুল মুজাহিদিন। ভারতীয় সেনার সঙ্গে এনকাউন্টারে ইয়াসিন আট্টুর মৃত্যুর পরে হিজবুল প্রধান সৈয়দ সালাউদ্দিনের নেতৃত্বে ‘কমান্ড কাউন্সিল’ নতুন কমান্ডার নিয়োগ নিয়ে মুজফ্ফরাবাদে বৈঠকে বসে।
তবে মহম্মদ বিন কাশেম নামে কোনও জঙ্গির নাম পুলিসের খাতায় নেই বলে জানা গেছে। তাদের মতে, এই কোড নাম আসলে রিয়াজ নাইকুর। সে এখন দক্ষিণ কাশ্মীরের ডিভিশনাল কমান্ডার।
২০১২ সালে হিজবুলে যোগ দেয় অবন্তীপুরের ২৭ বছরের নাইকু। সেনা এবং পুলিশের গুলিতে মৃত জঙ্গিদের শেষকৃত্যে যোগ দেওয়া উপত্যকাবাসীর ভিডিও পোস্ট করত সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি এক জঙ্গির মৃত্যুর পর শেষকৃত্য অনুষ্ঠানে পুলওয়ামায় বক্তৃতা দেয় সে। প্রবীণ এক পুলিস কর্মকর্তা বলেছেন, ‘যে কাউকে ওরা মহম্মদ বিন কাশেম নাম দিতে পারে। আমাদের মতে ওই ব্যক্তি রিয়াজই হবে। হিজবুল শীর্ষ নেতৃত্ব ওর ওপর ভরসা রাখে। যুবক ক্যাডারডের ওপর ওর ভাল প্রভাব রয়েছে।’
বিডি প্রতিদিন / ১৫ আগস্ট, ২০১৭ / তাফসীর