দেশ হোক কিংবা বিদেশ, বিপদে পড়ে কোনও ভারতীয় নাগরিক যদি তার সাহায্য চান, কখনই না বলতে দেখা যায়নি ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে। শুধু ভারতীয় নাগিরকরা নন, প্রতিবেশী দেশ পাকিস্তানের নাগরিকদের পাশেও বেশ কয়েকবার দাঁড়িয়েছেন তিনি।
এবার ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে ‘মা’ বলে সম্বোধন করে চিকিৎসার জন্য ভারতে আসার ভিসা চান ক্যানসারে আক্রান্ত পাকিস্তানি নাগরিক ফায়জা তানবীর। আর পাকিস্তানের ওই যুবতীর সেই আবেদিনে ইতিমধ্যে সাড়াও দিয়েছেন বিদেশমন্ত্রী। আশ্বাস দিয়েছেন ভিসা পাইয়ে দেওয়ারও।
বহুদিন ধরেই পাক নাগরিক ফায়জা তানবীর ক্যানসারে আক্রান্ত। চিকিৎসার জন্য ভারতে আসার প্রয়োজন ছিল তার। কিন্তু সমস্যা হচ্ছিল ভারতের ভিসা পেতে। সেকারণেই সুষমার উদ্দেশে টুইট করেন তিনি। সেখানে লেখেন, ‘ম্যাম আপনি আমার মায়ের মতো। ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে যদি আমাকে ভিসা দেন, তাহলে খুব ভাল হয়। দয়া করে আমাকে সাহায্য করুন।’
এরপরই ওই পাকিস্তানি যুবতীকে আশ্বস্ত করে পালটা টুইট করেন বিদেশমন্ত্রী। তিনি বলেন, ‘ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ। এদেশে চিকিৎসার জন্য তোমাকে ভিসা দেওয়া হবে।’
বিডি প্রতিদিন / ১৫ আগস্ট, ২০১৭ / তাফসীর