বিশ্বের উচ্চতম শৃঙ্গকে আরও একবার মেপে দেখতে চায় ভারত। কিন্তু সিকিমের ডোকালাম ইস্যুতে থমকে গেছে এভারেস্টের উচ্চতা পরিমাপের কাজ। অন্যদিকে সার্ভে অফ ইন্ডিয়া প্রস্তাব দিলেও এখনও সাড়াশব্দ করেনি নেপাল। আর তাই ধারণা করা হচ্ছে, চীনের আপত্তিতেই বিষয়টি আটকে রয়েছে।
তবে এভারেস্টের উচ্চতা ফের পরিমাপ করার কাজ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে ভারত। নেপাল প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে এই কাজ করতে আগ্রহী সার্ভে অফ ইন্ডিয়া। ২০১৫-র ২৫ এপ্রিল নেপালের ভয়াবহ ভূমিকম্পের পর এভারেস্টের উচ্চতায় কিছুটা হেরফের ঘটেছে বলে মনে করে বৈজ্ঞানিক মহল। সেই ধারণা কতটা সত্যি তা জানতেই ফের এভারেস্টের পরিমাপ করতে চায় ভারত। নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে প্রস্তাবও পাঠিয়েছে সার্ভে অফ ইন্ডিয়া।
শেষবার এভারেস্টের উচ্চতা মাপা হয় ১৯৫৫ সালে। সার্ভে অফ ইন্ডিয়ার সেই পরিমাপে এভারেস্টের উচ্চতা ৮৮৪৮ মিটার হিসেবে স্থির হয়। তাতে শিলমোহর দেয় নেপালও। এবার প্রস্তাব পাঠানোর পর তিন মাস কেটে গেলেও এখনও কিছু জানায়নি নেপাল সরকার।
ডোকালাম নিয়ে চীন-ভারত টানাপোড়েনের জেরেই এই প্রকল্প ঝুলে আছে বলে মনে করা হচ্ছে। গত কয়েক বছরে অবনতি হয়েছে নেপাল-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে। সেই সুযোগকেই কাজে লাগিয়ে চীন কলকাঠি নাড়ছে বলে মনে করা হচ্ছে।
বিডিপ্রতিদিন/ ১৫ আগস্ট, ২০১৭/ ই জাহান