ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ'এর এক সদস্যকে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে শ্রীনগরের বন্দিপোরা এলাকায়। নিহত বিএসএফ সদস্যের নাম মোহাম্মদ রমজান প্যারে (৩১)। গতকাল সন্ধ্যায় রমজানকে অপহরণ করে তুলে নিয়ে যাওযার সময় তার পরিবারের লোকেরা বাধা দিলে জঙ্গিরা তাদের দিকে সরাসরি গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রমজানের। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রমজানের পরিবারের কয়েকজন সদস্য।
নিহত রমজান প্যারে বিএসএফ’এর ৭৩ নম্বর ব্যাটেলিয়নের সদস্য ছিলেন। বাহিনীতে যোগ দিয়েই গত ছয় বছর পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে কর্মরত ছিলেন তিনি। গত ২০ দিন আগে ছুটি পেয়ে তিনি বন্দিপোরায় নিজের বাড়িতে যান।
স্থানীয় সূত্রে খবর, এদিন সন্ধ্যায় হঠাৎই ওই বিএসএফ সদস্যকে মারধর করতে শুরু করে কয়েকজন জঙ্গি। এসময় তার বাবা গুলাম, দুই ভাই জাভিদ ও সাহিব এবং চাচি হাব্বা বেগম প্রতিবাদ জানালে ও বাধা দিতে গেলে স্বয়ংক্রিয় রাইফেল থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা এবং ঘটনাস্থলেই মারা যান রমজান। আহত অবস্থায় পরিবারের চার সদস্যকে শ্রীনগর হাসপাতালে ভর্তি করানো হয়। তাদের প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক।
বন্দিপোরার পুলিশ সুপার জুলফিকর আজাদ জানান, জঙ্গিরা প্রথমে ওই বিএসএফ সদস্যকে অপহরণ করে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু বাধাপ্রাপ্ত হওয়ার পরই গুলি চালাতে শুরু করে।
জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি এস পি বেদ এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে একে ‘বর্বরতম’ ও ‘অমানবিক’ আখ্যা দিয়ে বলেছেন, যারা এই কাজের যুক্ত তাদের কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।
উল্লেখ্য. তিন মাস আগে গত মে মাসে লেফটেনেন্ট উমর ফৈয়াজ নামে বিএসএফ’এর এক সদস্যকেও ঠিক এভাবেই জঙ্গিরা খুন করে বলে অভিযোগ। দক্ষিণ কাশ্মীরের সোফিয়ানে একটি বিয়ের পার্টি থেকে তাকে টেনে-হিঁচড়ে বের করে নিয়ে যায় জঙ্গিরা। পরদিন সকালে বাড়ি থেকে ৩০ কিলোমিটার দূরে ফৈয়াজের বুলেট বিদ্ধ লাশ উদ্ধার হয়।
বিডি-প্রতিদিন/২৮ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব