চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে হংকংয়ে বসবাসরত মার্কিন নাগরিক ও সাবেক সিআইএ এজেন্টকে আটক করেছে যুক্তরাষ্ট্র।
মার্র্কিন বিচার দফতর জানায়, সম্প্রতি হংকংয়ের সিআই-এর সাবেক এজেন্ট জেরি চুন শিং লীকে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গোপন একটি গোপন নোটবুকসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চীনে মার্কিন সরকারে গোপন তথ্য পাচারের অভিযোগ রয়েছে।
ডিপার্টমেন্ট অব জার্স্টিস জানায়, যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা জেরি (৫৩) প্রথমে দেশটির সেনাবাহিনীতে এবং পরে ১৯৯৪ সালে সিআইতে কেস অফিসার হিসাবে যোগদান করে। পরবর্তীতে জেরি ২০০৭ সালে সিআইএ ত্যাগ করে চাকুরি নিয়ে হংকংয়ে বসবাস করে আসছিলেন।
২০১২ সালে নিউ ইর্য়ক ফেডারেল কোর্টে তার বিরুদ্ধে গোপন নথি পাচারের একটি মামলা হয়। সেই মামলায় ওয়ারেন্ট অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ প্রমাণিত হলে জেরির দশ বছরের জেল হতে পারে।
বিডিপ্রতিদিন/ ১৭ জানুয়ারি, ২০১৮/ ই জাহান