লিবিয়ায় এক ট্রাক দুর্ঘটনায় অন্তত ২৩ শরণার্থী নিহত ও শতাধিক আহত হয়েছে।
বুধবার দেশটির বনি ওয়ালিদ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে এএফপি।
স্থানীয় একটি হাসপাতালের মুখপাত্র হাতেম আল-তোয়েজার জানান, বনি ওয়ালিদ শহরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। ট্রাকটিতে তিনশ’রও বেশি অভিবাসী ছিল। তাদের বেশিরভাগই ইরিত্রিয়ান ও সোমালিয়ার নাগরিক।
এর বেশি কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। বনি ওয়ালিদ শহরটি লিবিয়ার রাজধানী ত্রিপলীর দক্ষিণে অবস্থিত। পাঁচারকারীরা ওই শহরটিকে শরণার্থীদের সাব-সাহারান উপকূল দিয়ে ইতালিতে পাঁচার করতে রোড হিসেবে ব্যবহার করে থাকে।
বিডিপ্রতিদিন/ ১৪ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান