ব্রিটিশ রাজকুমার হ্যারির বাগদত্তা মেগান মার্কেলের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্যের জেরে টুইটারে অ্যাকাউন্ট খোয়ালেন মার্কিন রাজনীতিবিদ পল নেলেন।
শুক্রবার নিজের টুইটারে হ্যারি ও মেগানের একটি ছবি পোস্ট করেন রিপাবলিকান নেতা পল। যেখানে মেগানের মুখে বসানো হয়েছিল ব্রিটেনের আদিমানব, কালো চামড়ার ‘চেডার ম্যান’র মুখের আদল। সেই সঙ্গে লেখা ছিল, ‘‘এই সম্পর্কের জেরে কি আমার মুখটা আরও একটু ফরসা দেখাবে?’’
মার্কিন অভিনেত্রী মেগান নিজেকে মিশ্র জাতির মানুষ বলেই দাবি করেন। তার বাবা শ্বেতাঙ্গ ও মা কৃষ্ণাঙ্গ। আগামী ১৯ মে বিয়ের দিন ঘোষণা করেছেন হ্যারি ও মেগান। তার মধ্যেই পলের এই মন্তব্যে নেটদুনিয়ায় নিন্দার ঝড় ওঠে। গত সোমবার টুইটার কর্তৃপক্ষ জানায়, বিদ্বেষ ছড়ানোর অভিযোগে পলের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।
তাতে অবশ্য একটুও দমেননি পল। ঠিক আগের দিনই ফেসবুকে তিনি বলেছিলেন, ‘‘বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার নামে যে ভাবে সাদা চামড়ার মানুষের উৎপত্তি এবং অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তা মোটেই হাস্যকর নয়। তাই মজা করেই প্রতিবাদ জানাতে চেয়েছিলাম।’’
সোমবার তার টুইটার অ্যাকাউন্ট বন্ধের প্রসঙ্গে রিপাবলিকান এই নেতা বলেন, ‘‘সেন্সরশিপ চাপিয়ে দিয়ে এ ভাবে ভোটের আগে দলের ঐক্য নষ্ট করার চেষ্টা চলছে। রাজনৈতিক ভাবে কণ্ঠরোধের চক্রান্ত চলছে।’’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর