যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ম্যাজরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে বন্দুকধারীর হামলার ঘটনা প্রথম এক শিক্ষার্থী টেক্সট ও ভিডিও বার্তায় জানানোর পরই নিরাপত্তা বাহিনী ব্যবস্থা গ্রহণ করে।
স্কুলের একজন শিক্ষার্থী ভয়ঙ্কর সেই হামলার চিত্র ডেস্কের নিচ থেকে শুয়ে থেকে একটি সেলফোনে ধারণ করে এবং স্কুলের ভেতর থেকে তা মেসেজ দিয়ে অন্যদের জানায়।
ওই শিক্ষার্থী ভিডিও বার্তায় জানায়, 'আমাদের স্কুলে গোলাগুলি চলছে, আমরা খুবই ভীত।'
ভিডিওতে দেখা যায়, হামলার সময় শিক্ষার্থীরা আত্মরক্ষার্থে ডেস্কের নিচে ও মাটিতে শুয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। এরপরও উপর্যুপরি গুলি চালাতে থাকে নিকোলাস ক্রুজ। মুহূর্তের মধ্যেই রক্তে ভেসে যায় স্কুলের ফ্লোর।
এসময় আতঙ্কিত শিক্ষার্থীরা 'ওহ মাই গড' 'ওহ মাই গড' 'ওহ মাই গড' বলে চিৎকার করতে থাকে।
হামলাকারী ওই স্কুলেরই একজন সাবেক ছাত্র নিকোলাস ক্রুজ। ওই হামলায় এখন পর্যন্ত ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, আহত হয়েছেন অন্তত ৫০ জন। হামলাকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: ডেইলি মেইল
বিডিপ্রতিদিন/ ১৫ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান