অস্ট্রেলিয়ার উপপ্রধান মন্ত্রী তার সাবেক এক কর্মচারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। যার সূত্র ধরে সরকারের ভাবমূর্তি হুমকির মুখে পড়ে।
তার এ 'মারাত্মক' অপরাধের জন্য নিকট ভবিষ্যতে কোনো মন্ত্রীই নিজেদের কর্মচারীর সঙ্গে যৌন সম্পর্কে জড়াতে পারবেন না। কারণ দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল ঘোষণা দিয়েছেন, তিনি এটি নিষিদ্ধ করতে যাচ্ছেন! যদিও তিনি জনসমক্ষে বলেননি যে তার উপপ্রধান কোনো আইন ভঙ্গ করেছেন।
বারনাবি জয়েস
তার উপপ্রধান বারনাবি জয়েসও আইন ভঙের বিষয়টি অস্বীকার করেছেন।তবে এক প্রেস ব্রিফিংয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী তার উপপ্রধান বারনাবি জয়েসকে 'বিচারবুদ্ধির মারাত্মক ভুল' এর জন্যও দোষারোপ করেছেন। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা